1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
অক্টোবরে গতি আসতে পারে দেশের পর্যটনখাতে!
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২১ অপরাহ্ন

অক্টোবরে গতি আসতে পারে দেশের পর্যটনখাতে!

  • প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৩৩৭ জন পড়েছেন

ঢাকা: করোনার থাবায় বিপর্যস্ত দেশের পর্যটনখাত সহসাই ঘুরে দাঁড়াচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হতে কতদিন লাগবে তার নিশ্চয়তা নেই। তবে আগামী অক্টোবর নাগাদ পর্যটনখাতে গতি কিছুটা গতির সঞ্চার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সেটাও নির্ভর করছে করোনা পরিস্থিতির উন্নতির উপর।

পর্যটনখাত সংশ্লিষ্টরা বলছেন, করোনা ভাইরাস না কমলে পর্যটকরা যাবেন না ভ্রমণে। ফলে এই সময়ে পর্যটনস্পট খুলে দিলেও তেমন লাভ হবে না।

তারা এও বলছেন, করোনার কারণে আন্তর্জাতিক পর্যটনে বেশ পরিবর্তন আসবে। প্লেন ভাড়া বাড়ার পাশাপাশি অন্য খরচও বাড়বে। ফলে মধ্যবিত্ত শ্রেণির যেসব পর্যটক থাইল্যান্ড, মালয়েশিয়া, নেপাল বা সমমানের দেশে যেতেন, খরচ বাড়ার কারণে তারাও করোনা পরবর্তী সময়ে সেসব দেশে যাবেন না।

টানা বাসায় থাকতে থাকতে মানুষের মধ্যে যে পরিবর্তন হয়েছে, তাতে বিদেশের ঝক্কি না নিয়ে নিজ দেশে ঘুরতে বের হবেন তারা। এতে দেশের পর্যটনখাত ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, হোটেল-মোটেল ও রিসোর্টে সরকারি নিষেধাজ্ঞা না থাকলেও কক্সবাজার সমুদ্রসৈকতসহ কিছু পর্যটনস্পটে নিষেধাজ্ঞা রয়েছে। করোনা পরিস্থিতি উন্নতি হলে সেই নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, হোটেল-মোটেল ও পর্যটনস্পটে সরকারি নিষেধাজ্ঞা নেই। এজন্য পর্যটনখাত খুলে দেওয়ারও কিছু নেই। করোনার মধ্যে মানুষও ভ্রমণে যাবে না। করোনা যখন কমে আসবে, মানুষ তখন এমনিতেই ঘুরতে যাবে।

জানা যায়, আগামী শীতকালীন ট্যুরিজম সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন পর্যটনখাত সংশ্লিষ্টরা। শীতকালনী ট্যুরিজমে পর্যটনখাতের প্রাণ সঞ্চার করার পাশাপাশি এ খাতের ক্ষতিও পুষিয়ে উঠতে পারবে।

করোনার কারণে এ খাতের যেসব কর্মী চাকরি হারিয়েছেন, পরিস্থিতি কিছুটা উন্নতি হলেই তারাও আবার ফিরবেন। সেই পরিকল্পনা রেখে এগোচ্ছেন ব্যবসায়ীরা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!