1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৭:৩১ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়াল

  • প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৩৩৮ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্ক:: অনেকটা সময় পেরিয়ে গেলেও করোনাভাইরাসের প্রকোপ কমার তেমন কোনো জোরালো লক্ষণ নেই যুক্তরাষ্ট্রে। সবশেষ চব্বিশ ঘণ্টায় আরও ৭২০ জনের মৃত্যু হয়েছে। তাতে করোনায় মৃত্যু সংখ্যা প্রথম বিশ্বযুদ্ধে দেশটিতে মোট প্রাণহানীকেও ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

জনস হোপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ৬টা) যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৮৫৪ জন। যা প্রথম বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মৃত্যুর চেয়েও বেশি।

১৯১৪ থেকে ১৯১৮ সাল পর্যন্ত চলা ‘গ্রেট ওয়ার’ নামে ওই বিশ্বযুদ্ধে মিত্রশক্তির পক্ষ হয়ে জড়িয়ে বিজয়ী হলেও প্রাণ হারিয়েছিল যুক্তরাষ্ট্রের লক্ষাধিক মানুষ।

এর আগে এপ্রিলের শেষ দিকে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু সংখ্যা গত শতকে পরাজিত হওয়া ১৬ বছরের দীর্ঘ ভিয়েতনাম যুদ্ধে দেশটির যত মানুষ নিহত হয়েছিল সেই সংখ্যাকেও ছাড়িয়ে যায়।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি পর্যুদস্ত দেশ যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃত্যু উভয় তালিকাতেই অনেক আগেই শীর্ষে অবস্থান নিয়েছে তারা।

গত দুদিন মৃত্যু সংখ্যা চারশোর নিচে থাকায় ধারণা করা হচ্ছিল যুক্তরাষ্ট্রের পরিস্থিতি অনেকটা ভালোর দিকে এগুচ্ছে। কিন্তু সবশেষ চব্বিশ ঘণ্টায় দেশটি ফের সাতশো ছাড়ানো মৃত্যু দেখল।

এই সময়ে বেড়েছে আক্রান্তের সংখ্যাও। আক্রান্তের তালিকায় নতুন করে যোগ হয়েছে ২৩ হাজার ৩৫১ জনের নাম। তাতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২১ লাখ ৩৫ হাজার ছুঁই ছুঁই।

গত বছরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস। যুক্তরাষ্ট্রে এই ভাইরাসের সংক্রমিত রোগীর সন্ধান মেলে চলতি বছরের জানুয়ারির শেষ দিকে। দেশটিতে এখনও গড়ে প্রতিদিন ২০ হাজার মানুষ এই ভাইরাসে সংক্রমিত হচ্ছে।

পরিস্থিতির তেমন উন্নতি না হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে। দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে চালু করা হয়েছে ব্যবসা-বাণিজ্য।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!