ডাক অনলাইন ডেস্ক:: ফরিদপুরে একদিনে সর্বোচ্চ ১১৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
মঙ্গলবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজের করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে এ তথ্য জানা গেছে।
এতে ফরিদপুরে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৫২ জন।
নতুন শনাক্তের মধ্যে রয়েছে র্যাব-৮ এর আটজন সদস্য। এছাড়া রযেছে ছয়জন পুলিশ সদস্য, গ্রামীণ ব্যাংকের কর্মী, কৃষি কার্যালয়ের কর্মী, উপজেলা কার্যালয়ে কর্মরত সদস্য।
ফরিদপুরে নতুন করে শনাক্তদের মধ্যে ২৩ জন নারী ও ৯২ জন পুরুষ।
ফরিদপুরের করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার ফরিদপুর ও গোপালগঞ্জের মোট ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। মোট পজিটিভ শনাক্ত হয়েছে ১৪৬ জনের। এর মধ্যে ফরিদপুরে তিনজন পুরাতনসহ ১১৫ জন, গোপালগঞ্জে ৩০ জন, রাজবাড়ীর ২ জন।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ফরিদপুরের সার্বিক করোনা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। আমাদের এ সংকট মোকাবিলায় নতুন করে ভাবতে হচ্ছে। ইতিমধ্যে ভাঙ্গা পুরোপুরি লকডাউন করা হয়েছে। ফরিদপুর পৌর এলাকায় বাজারের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় যা যা প্রয়োজন তা করা হবে।
ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, আক্রান্তদের আপাতত বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হবে। তবে শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাদের ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে স্থনান্তর করা হবে।