1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
করোনার ভয়ে বেইজিংয়ে সাড়ে ১২’শ ফ্লাইট বাতিল
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৬ অপরাহ্ন

করোনার ভয়ে বেইজিংয়ে সাড়ে ১২’শ ফ্লাইট বাতিল

  • প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৩৩৮ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্ক:: করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে ফের একের পর এক আঁটসাঁট পদক্ষেপ নিচ্ছে চীনের রাজধানী বেইজিং শহরের কর্তৃপক্ষ। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার পাশাপাশি বিমান চলাচলেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

চীনের রাষ্ট্র নিয়ন্ত্রীত পিপল’স ডেইলির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে দেশ ও দেশের বাইরে অন্তত ১ হাজার ২৫৫টি ফ্লাইট বাতিল করে দিয়েছে বেইজিং নগর কর্তৃপক্ষ।

গত ছয় দিনে দিনে বেইজিংয়ে ১৩০ জনের বেশি করোনা আক্রান্ত রোগীর সন্ধান মেলার পর সেখানে এই ভাইরাসের দ্বিতীয়ধাপের সংক্রমণ শুরু হতে চলছে বলে ধারণা করা হচ্ছে। পূর্ব সতর্কতার অংশ হিসেবে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ।

নগরীর বাসিন্দাদের শহর ত্যাগ না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এরমধ্যে বেইজিং যেসব পর্যটক অন্যান্য প্রদেশে বেড়াতে গেছে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসায় বেইজিংসহ চীনের অধিকাংশ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়াসহ লকডাউনও অনেক শিথিল করে চীন সরকার। দেশটিতে সবকিছু যখন স্বাভাবিক অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে তখন ফের সংক্রমণ ছড়াতে শুরু করেছে করোনাভাইরাস, যা উদ্বেগের জন্ম দিয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!