নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজার-৪ সংসদীয় আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ করোনায় ভাইরাস থেকে রোগমুক্তির জন্য খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করেন কমলগঞ্জ পৌর মেয়র মো: জুয়েল আহমেদ।
বুধবার (১৭ জুন) বাদ যোহর পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে এ খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। ২৫ জন মাওলানা খতমে কোরআনে অংশ নেন।
কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদের উপস্থিতিতে খতমে কোরআন শেষে দোয়া অনুষ্টিত হয়। দোয়া ও মোনাজাত করেন মাওলানা শফিউল আলম।
দোয়া মাহফিলে করোনায় আক্রান্ত এমপি আব্দুস শহীদ রোগমুক্তির জন্য দোয়া কামনা করেন।
দোয়া মাহফিলে কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, প্রেসক্লাব সম্পাদক মোস্তাফিজুর রহমান, যুবলীগ নেতা জহিরুল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী বেলাল আহমদ চৌধুরী, সাংবাদিক সালাহ উদ্দীন, হৃদয় ইসলাম, সাদিকুর রহমানসহ যুবলীগ, ছাত্রলীগসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।