ডাক নিজস্ব প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া খাসিয়া পুঞ্জির ৬০টি পরিবারের মাঝে দেশী বিভিন্ন জাতের ফলজ গাছের চারা বিতরণ সহ একই সাথে নানা জাতের সবজি বীজ বিতরণ করা হয়েছে। এছাড়াও খাসিয়া পুঞ্জিতে কর্মরত ১০টি শ্রমিক পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন। বুধবার (১৭ জুন) দুপুর ১২টায় মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে জেলা প্রশাসক নাজিয়া শিরিন মাগুরছড়া খাসিয়া পুঞ্জির টানা তিন মাস স্বেচ্ছায় লকডাউনে থাকা খাসিয়া পরিবার সদস্যদের খোঁজ খবর নিতে এসে ফলজ গাছের চারা, সবজি বীজ ও চাল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, জেলা প্রশাসকের কার্যালযের নির্বাহী হাকিম সুমন চন্দ্র দাশ, মাগুরছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান জিডিশন প্রধান সুচিয়াং, সাংবাদিক সালেহ এলাহী, বিকল চক্রবর্তী ও সাজু মারছিয়াং। জেলা প্রশাসক নাজিয়া শিরিন বলেন, করোনা সংক্রমণকালে নিজ ঘরে থাকাটাই সবচেয়ে বেশী নিরাপদ। সে হিসেবে মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খাসিয়া পরিবারগুলো টানা তিন মাস স্বেচ্ছায় লকডাউনে ছিল। আর এখন পর্যন্ত এ পুঞ্জির কোন পরিবার সদস্য অসুস্থ্য হয়নি। তাদের খোঁজ খবর নিতে এসে তাদের মাঝে ফলজ গাছের চারার, সবজি বীজ ও পুঞ্জিতে অবস্থান নিয়ে ১০টি দরিদ্র শ্রমিক পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।