অনলাইন ডেস্ক: এবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার তার করোনা পজিটিভ বলে জানা যায়।
বাণিজ্য মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসী বুধবার বিকেলে দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মন্ত্রী কিছুটা অসুস্থ বোধ করছেন। তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো) ভর্তির প্রস্তুতি নিচ্ছেন।
বর্তমানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এর আগে রোববার ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ মারা যাওয়ার পর সোমবার তার করোনা শনাক্ত হয়। করোনা আক্রান্তের পর মৃত্যু হয় সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের।
এ ছাড়া কয়েকজন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।