1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
সংসদ সচিবালয়ের ৯১ কর্মী করোনাভাইরাসে আক্রান্ত
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৯ অপরাহ্ন

সংসদ সচিবালয়ের ৯১ কর্মী করোনাভাইরাসে আক্রান্ত

  • প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৩৪১ জন পড়েছেন

অনলাইন ডেস্ক: সংসদ সচিবালয়ের ৯১ কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার পর্যন্ত ৯৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়।

সংসদের মেডিকেল সেন্টারের চিকিৎসক সেখ মো. ইউনূস আলী জানান, আক্রান্ত যাদের পাওয়া যাচ্ছে তাদের বেশিরভাগেরই কোনো উপসর্গ নেই। শনাক্ত হওয়ার পর তারা বাসায় আইসোলেশনে যাচ্ছেন। আমরা তাদের পরামর্শ দিচ্ছি। রোগীর অবস্থা অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে আক্রান্তদের কেউ সরাসরি সংসদ সচিবালয়ে কর্মরত নন বলে জানা গেছে।

দেশে চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৭ হাজার ৫২৭টি নমুনা পরীক্ষা করে প্রাণঘাতী অতি ছোঁয়াচে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে রেকর্ড ৪ হাজার ৮ জনের শরীরে।

৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর বুধবার সকাল আটটা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৯৮ হাজার ৪৮৯ জন। আক্রান্তদের মধ্যে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৫ জন। আর গত একদিনে আরও ১ হাজার ৯২৫ জন নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩৮ হাজার ১৮৯ জন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!