নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে উপাধ্যক্ষ ড.মোঃ আব্দুস শহীদ এমপির করোনা রোগ থেকে মুক্তি লাভের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদের বাসভবনে এ দোয়া মাহফিল অনুষ্টিত।
উপজেলা যুবলীগের আহবায়ক মেয়র জুয়েল আহমেদের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সায়েক আহমদ, আব্দুল মালিক বাবুলসহ যুবলীগ, ছাত্রলীগ ও সবর্স্তরের এলাকাবাসী । দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে করোণায় আক্রান্ত আব্দুস শহীদ এমপির সুস্থ্যতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদে রাখার জন্য মহান আল্লাহ পাক রাব্বুল আলামীনের কাছে আকুতি জানান সবাই।