অনলাইন ডেস্ক:: বরগুনার পাথরঘাটার সুন্দরবন-সংলগ্ন বলেশ্বর নদের মাঝের চরে অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পায় কোস্টগার্ড। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে কোস্টগার্ডের সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়।
এ সময় ওই কারখানা থেকে ৫টি দেশিয় পাইপগান, ২ রাউন্ড গুলি, ১টি রামদা ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আস্তানাটি ধংস করে দেওয়া হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. মেহেদি হাসান জানান, পাথরঘাটার বলেশ্বর নদের মাঝের একটি চরে অস্ত্র তৈরি করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জঙ্গলের মধ্য একটি আস্তানার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে ৫টি দেশিয় পাইপগান, ২ রাউন্ড গুলি, ১টি রামদা ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।