1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
ভারি বর্ষণে পাহাড় ধসের শঙ্কা
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৪:২১ অপরাহ্ন

ভারি বর্ষণে পাহাড় ধসের শঙ্কা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৩৫৫ জন পড়েছেন

অনলাইন ডেস্ক:: দক্ষিণ ও পশ্চিম মৌসুমী বায়ু বেশ সক্রিয় থাকায় আরও দু-একদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ঝড়ো হওয়ার আশঙ্কায় সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, সক্রিয় মৌসুমী বায়ু এবং গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৯ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে। ভারি বর্ষণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে।

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূইয়া জানান, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল, তৎসংলগ্ন ভারতের আসাম ও মেঘালয় প্রদেশ এবং দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আভাস রয়েছে। এর ফলে মেঘনা অববাহিকা এবং দক্ষিণ পূর্ব পার্বত্য অববাহিকার নদীগুলোতে পানি বাড়বে।

রোব বা সোমবারের দিকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার রাজধানীতে ২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া চট্টগ্রামে ১০০ মিলিমিটার, কুতুবদিয়ায় ২৭৮ মিলিমিটার, খেপুপাড়ায় ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজশাহী, রংপুর, খুলনা ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ এলাকায় ছিল ভারি বর্ষণ।

বর্ষার শুরুতেই ভারি বৃষ্টির পর চট্টগ্রামের ঝুঁকিপূর্ণ পাহাড়গুলো থেকে বসবাসকারীদের সরাতে ইতোমধ্যে মাইকিং শুরু করেছে স্থানীয় প্রশাসন, খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেছেন, ঝুঁকি নিয়ে অবৈধভাবে পাহাড়ে বসবাসকারীদের মাইকিং করে সরে যেতে বলা হয়েছে। তারা সরে না গেলে অভিযান চালানো হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!