1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০২:১৯ পূর্বাহ্ন

কমলগঞ্জে গরু ও পিকআপ গাড়িসহ চোর আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৭১৮ জন পড়েছেন

নিজস্ব প্রতিনিধিঃঃ কমলগঞ্জের সীমান্ত এলাকা থেকে গরু চুরি করে পালিয়ে যাওয়ার পথে গরু ও পিকআপ গাড়ি এবং চালকসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার(১৮জুন) সকাল সাড়ে ৭টায় কমলগঞ্জ  উপজেলার আদমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের গোলের হাওর গ্রামের আব্দুল রহিমের ছেলে ফজর আলী (২৩), মখলিছ মিয়ার ছেলে রুহেল মিয়া (২১), চাম্পারায় চা বাগানের হাসন মিয়ার ছেলে সাদেক মিয়া (২৩) ও গাড়ি চালক বান্ডারীগাঁও গ্রামের কলন্দর আলীর ছেলে জোনাব আলী (২৪)।
থানা পুলিশ জানায়, বুধবার রাতে রাত্রিকালীন টহল শেষে বৃহস্পতিবার সকালে থানায় ফেরার পথে সীমান্ত এলাকা থেকে গরু চুরি করে পালানোর খবর পেয়ে এসআই আবুল কাশেম,এএসআই, হামিদুর রহমান ও এএসআই আনিছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ আদমপুর এলাকায় অবস্থান করেন। সকাল সাড়ে ৭ টার দিকে হলুদ রংয়ের টাটা পিকআপ গাড়ি ঢাকা মেট্রো-ন-১৫-২১৭৩ গাড়ি দিয়ে ২টি গরু নিয়ে পালিয়ে যাওয়ার পথে তাদেরকে আটক করা হয়।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃতদের বিরুদ্ধে গরু চুরির মামলার দায়ের করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!