1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
করোনা আক্রান্তের সংখ্যায় বিশ্বে বাংলাদেশ এখন ১৭তম
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৫:৪৩ অপরাহ্ন

করোনা আক্রান্তের সংখ্যায় বিশ্বে বাংলাদেশ এখন ১৭তম

  • প্রকাশিত : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ৩২৭ জন পড়েছেন

কমলগঞ্জের ডাক ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যায় বিশ্বের শীর্ষ দেশগুলোর তালিকায় এখন বাংলাদেশ ১৭তম। এক লাখ কভিড-১৯ রোগী শনাক্তের দুঃখজনক মাইলফলকে পৌঁছানোর পথে বাংলাদেশ টপকে গেছে কানাডাকে।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার খবর জানায় আইইডিসিআর। এরপর বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে মোট ৫ লাখ ৬৭ হাজার ৫০৩টি নমুনা পরীক্ষা হয়েছে।

বৃহস্পতিবারের বুলেটিনে মোট ১ লাখ ২ হাজার ২৯২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত করার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে মারা গেছেন ১ হাজার ৩৪৩ জন; আর ৪০ হাজার ১৬৪ জন সুস্থ হয়ে উঠেছেন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় নিয়মিত যে পরিসংখ্যান প্রকাশ করছে, তাতে বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৮৩ লাখ ৭৫ হাজার ৩৬৮ জন। তাদের মধ্যে ৪ লাখ ৪৯ হাজার ৫৩০ জনের মৃত্যু হয়েছে; ৪০ লাখ ৯৬ হাজার ৯৭৪ জন সুস্থ হয়েছেন।

এ পর্যন্ত মোট ১৮টি দেশের সরকার এক লাখের বেশি রোগী শনাক্তের তথ্য দিয়েছে। এ তালিকায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। জানুয়ারির তৃতীয় সপ্তাহে সেখানে প্রথম রোগী শনাক্তের পর এ পর্যন্ত সেখানে ২১ লাখ ৬৩ হাজার ২৯০ জনের সংক্রমণ ধরা পড়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!