কমলগঞ্জ, মৌলভীবাজার প্রতিনিধি : সাবেক চিপ হুইপ ও বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব উপাদক্ষ ড.মোঃ আব্দুস শহিদ এমপির রোগমুক্তি কামনায় রিক্সা চালক সমবায় সমিতি মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
শুক্রবার (১৯ জুন) রাত ৯ ঘটিকায় কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও বটতলা বাজারের অস্থায়ী কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফির করা হয়। সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন মৌলভীবাজার (৪) শ্রীমঙ্গল- কমলগঞ্জ আসনের ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব উপাদক্ষ ড. মোঃ আব্দুস শহিদ এমপি। আলহাম রিক্সা চালক সমবায় সমিতির আয়োজনে ও ওয়ার্ড আওয়ামীলীগের সহযোগিতায় এ মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে সাংসদের রোগমুক্তি ও দ্রুত সুস্হতা কামনা করে মহান আল্লাহ পাকের কাছে প্রার্থনা করা হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আসিদ আলী, কমলগঞ্জ সদর ইউনিয়নের ৪ নং আওয়ামীলীগের সভাপতি আব্দুল খোরশেদ আলী, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জসিম, ইউনিয়ন সদস্য সুরমান আলী, রিক্সা চালক সমবায় সমিতির সভাপতি মোঃ জমসেদ আলী এছাড়াও উপস্থিত ছিলেন কমলগঞ্জ সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি আব্দুল হাকিম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।