1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
ব্রাজিলে আক্রান্ত ১০ লাখ ছাড়াল
শুক্রবার, ০২ জুন ২০২৩, ১২:১৯ পূর্বাহ্ন

ব্রাজিলে আক্রান্ত ১০ লাখ ছাড়াল

  • প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২০
  • ৪৩৫ জন পড়েছেন

আন্তর্জা তিক ডেস্ক: রোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে একটি মাইলফলক স্পর্শ করল ব্রাজিল। দ্বিতীয় দেশ হিসেবে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাতিন আমেরিকার দেশটিতে ১০ লাখ ছাড়াল।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দেশটিতে গত একদিনে ৫৪ হাজার ৭৭১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এত অল্প সময়ে আক্রান্তের এই সংখ্যা ঢের বেশি। কর্তৃপক্ষ বলছে আক্রান্তের সংখ্যা তুলে ধরার পদ্ধতিতে ‘অস্থিতিশীলতার কারণে’ এমনটি হয়েছে।

৫৪ হাজার ছাড়ানো নতুন আক্রান্ত নিয়ে ব্রাজিলে করোনাভাইরাসে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১০ লাখ ৩২ হাজার ৯১৩ জন। এই তালিকায় ২২ লাখ ছাড়ানো আক্রান্ত নিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরেই দক্ষিণ আমেরিকার মহাদেশের বৃহত্তম দেশটির স্থান।

সবশেষ চব্বিশ ঘণ্টায় মৃত্যুর সংখ্যাও বেড়েছে ব্রাজিলে। নতুন করে বারোশো ছাড়ানো মৃত্যু নিয়ে মোট মৃত্যু ৫০ হাজারের আরও কাছে গিয়ে পৌঁছেছে। মৃত্যুর তালিকায়ও যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের স্থান।

বর্তমানে করোনাভাইরাসের অন্যতম এপিসেন্টার ব্রাজিল। বিশেষজ্ঞরা বলছেন, দেশটির প্রকৃত অবস্থা খুব ভয়াবহ। আক্রান্তের সংখ্যা আরও অনেক বেশি। পর্যাপ্ত টেস্ট হচ্ছে না বলে না আক্রান্ত সংখ্যা কম দেখাচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!