সিলেট: সিলেটের দুই ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় আরও ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সিলেটে ৬১ জন এবং সুনামগঞ্জের ৩৩ জন রয়েছেন।
শুক্রবার (১৯ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৬১ জন শনাক্ত হয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায়। আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক রয়েছেন।
এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ল্যাবে আরও ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তরা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্যমতে, এনিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯৮৫ জনে। এছাড়া এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬জন। এর মধ্যে সিলেট জেলায় ৪৪ জন এবং সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে ৪ জন করে মারা গেছেন। বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৩৮ জন।