আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোতে করোনায় মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে। ফলে পরিস্থিত ক্রমশ আরও ভয়াবহ হয়ে উঠছে।
আলজাজিরা জানায়, বৃহস্পতিবার নতুন করে ৫ হাজার ৩০ জন করোনা আক্রান্ত শনাক্ত করা হয়েছে বলে মেক্সিকো কর্তৃপক্ষ জানিয়েছে। এদিন মারা যান ৬৪৭ জন।
এর ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় এক লাখ ৭০ হাজার ৪৮৬ জন। এর মধ্যে মারা যান ২০ হাজার ৩৯৪ জন।
এদিকে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় লকডাউন তুলে ফেলার পরিকল্পনা পিছিয়ে দিয়েছে মেক্সিকো কর্তৃপক্ষ।
১১ মিলিয়ন জনসংখ্যার রাজধানী মেক্সিকো সিটির মেয়র ক্লাউদিয়া সেইনবম জানান, মার্কেট এবং রাস্তার বাজার খুলে দেয়ার কথা উঠছে যে, কিন্তু হাসপাতালে রোগী চাপ এখনো কমেনি। এখনো হাসপাতালের ৭০ শতাংশ শয্যা রোগীতে ভর্তি