1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
সুশান্তের মৃত্যু রহস্য নিয়ে সিনেমা !
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৫ পূর্বাহ্ন

সুশান্তের মৃত্যু রহস্য নিয়ে সিনেমা !

  • প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২০
  • ৪৯২ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্ক:: সম্প্রতি আত্মহত্যা করেছেন বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুত। বলিউডের পরিবারতন্ত্র নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনদের একাংশ। অনেক তারকাও এই ক্ষোভে অংশ নিয়েছেন। তার মৃত্যু নড়িয়ে দিল পুরো বলিউডকে!

প্রশ্ন উঠছে কেন এভাবে অভিমানে চলে গেলেন সুশান্ত? কেউ বলছেন ক্যারিয়ারের হতাশা, কেউ বলছেন পরিবারতন্ত্রের মারপ্যাঁচ আবার কেউ বা দাবি করছেন প্রেম ঘটিত যন্ত্রণা সইতে না পেরে মৃত্যুর কাছে আত্মসমর্পণ করেছেন সুশান্ত।

এদিকে সুশান্তের এই মৃত্যু রহস্য নিয়ে বলিউডে তৈরি হচ্ছে সিনেমা। অভিনেতার ব্যক্তিগত এবং ক্যারিয়ারের উত্থান-পতন নিয়েই তৈরি হবে সিনেমাটি। বিশেষ করে সুশান্তের মৃত্যুরহস্য তুলে ধরা হবে ছবিতে।

সেই অনুযায়ী ছবির নামও রাখা হয়েছে, ‘সুইসাইড অর মার্ডার- অ্যা স্টার ওয়াজ লস্ট’। এটি পরিচালনা করবেন শমীক মৌলিক। প্রযোজনা এবং ভাবনা বিজয় শেখর গুপ্তার। প্রথমবার ছবি প্রযোজনা করছেন তিনি। চিত্রনাট্য লিখবেন রাকেশ কুমার।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!