1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
চীন-ভারতের ‘কঠিন সমস্যায়’ সাহায্যের প্রতিশ্রুতি ট্রাম্পের
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৯ পূর্বাহ্ন

চীন-ভারতের ‘কঠিন সমস্যায়’ সাহায্যের প্রতিশ্রুতি ট্রাম্পের

  • প্রকাশিত : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৪২৫ জন পড়েছেন

অনলাইন ডেস্ক:: লাদাখ সীমান্তে ভারত এবং চীনের চলমান অস্থিরতাকে ‘কঠিন সমস্যা’ উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশকে পথ দেখানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

শনিবার নির্বাচনী প্রচার শুরুর আগে হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা ভারতের সঙ্গে কথা বলছি। কথা বলছি চীনের সঙ্গে। সেখানে কঠিন সমস্যায় জড়িয়েছে তারা।’

‘তারা মারামারি করেছে। আমরা দেখবো কী ঘটে। এমন কিছু করবো যাতে তাদের সমস্যা সমাধানের পথ খোলে।’

চলতি সপ্তাহের শুরুতে ভারত-চীন সেনাদের তর্কাতর্কি এক পর্যায়ে প্রাণঘাতী সংঘাতে রূপ নেয়। গালওয়ান নদীর দক্ষিণ তীরের যে জায়গায় চীনের সেনারা নতুন পোস্ট বসানোর চেষ্টা করেন সেটি নিয়ে ভারত প্রথমে আপত্তি তোলে।

হাতাহাতির এক পর্যায়ে কয়েক জন ভারতীয় সেনাকে নদীতে ফেলে দেয়া হয় অথবা তারা পড়ে যান। কয়েক জনের লাশ নদীতে পাওয়া গেছে। কয়েক জনের শরীরে ‘বর্বরতার’ চিহ্ন ছিল। কয়েক জন আবার হাইপোথারমিয়ায় মারা যান।

পরে ভারত জানায়, তাদের ২০ জন মারা গেছে। নিজেদের সেনাদের ব্যাপারে ভারত এভাবে তথ্য দিলেও চীন বিস্তারিত কিছু জানায়নি।

ভারতের দাবি, সোমবার সেনারা নিয়ন্ত্রণ রেখায় দায়িত্ব পালন করা অবস্থায় গুরুতর আহত হয়। ওদিকে চীনের দাবি, ভারত আগে তাদের সেনাদের আক্রমণ করেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!