1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে শ্বাশুড়ি ও ননদ আটক
শনিবার, ১৩ এপ্রিল ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন

গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে শ্বাশুড়ি ও ননদ আটক

  • প্রকাশিত : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৩৮৪ জন পড়েছেন

অনলাইন ডেস্ক:: সিরাজগঞ্জ সদর উপজেলার চর মালসাপাড়া মহল্লার জাহিদ হোসেনের স্ত্রী মুন্নি বেগম (২৫) নামের এক গৃহবধূকে শনিবার সন্ধ্যায় যৌতুকের দাবীতে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।

পুলিশ এ ঘটনায় নিহত গৃহবধূর শ্বাশুড়ি মমতা খাতুন (৫৫) ও ননদ রুনা খাতুন (২৮) কে আটক করেছে।

এ বিষয়ে পুলিশ ও এলাকাবাসি জানায়, সিরাজগঞ্জ শহরের চর মালশাপাড়া মহল্লার আসকর আলীর মেয়ে মুন্নি বেগমকে (২৫) যৌতুকের দাবীতে প্রায়ই তার স্বামী, শ্বাশুড়ি ও ননদ শারীরিক নির্যাতন করে। এরই জের ধরে শনিবার সন্ধ্যায় জাহিদ ও তার পরিবারের লোকজন মুন্নি বেগমকে শ্বাসরোধে হত্যার পর লাশ গুম করার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে শ্বাশুড়ি মমতা খাতুন ও ননদ রুনা খাতুনকে আটক করে। এ ঘটনার পর থেকে নিহতর স্বামী জাহিদ হোসেন পলাতক রয়েছে। পুলিশ নিহতর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় নিহতর মা ঝর্ণা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার এসআই ফারুক হোসেন জানান, মামলার তদন্ত চলছে। আটক শ্বাশুড়ি ও ননদকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!