1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
ভারতে ক্রিকেট ফেরানোর সময় আসেনি: দ্রাবিড়
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৪:১৭ অপরাহ্ন

ভারতে ক্রিকেট ফেরানোর সময় আসেনি: দ্রাবিড়

  • প্রকাশিত : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৩৬০ জন পড়েছেন

অনলাইন ডেস্ক:: করোনা ধাক্কা কিছুটা সামলে ওঠার পর ইউরোপের বিভিন্ন দেশে ফুটবল ফিরেছে এরই মধ্যে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে ইংল্যান্ডে আন্তর্জাতিক সিরিজ ফিরবে জুলাইয়ে। অস্ট্রেলিয়ায় ঘরোয়া ক্রিকেট ফিরেছে। তবে ভারতে এখনই ক্রিকেট ফেরানোর পরিবেশ দেখেন না দেশটির সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়।

ভারতে করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ অবস্থায় ক্রিকেট ফেরানো নিয়ে তাড়াহুড়ো চান না বর্তমানে ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধানের দায়িত্বে থাকা দ্রাবিড়।

দ্য উইক- এর সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনায় দ্রাবিড় বলেন, ‘আমার মনে হয় না এখনই আমরা ক্রিকেট ফেরানোর পরিস্থিতিতে রয়েছি। ধৈর্য ধরে অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ হবে।’

ভারতীয় ক্রিকেটাররা খেলতে নামা তো দূরের কথা, এখন পর্যন্ত একসঙ্গে প্রস্তুতিও শুরু করতে পারেনি। চুক্তিবদ্ধ ক্রিকেটারেদর জন্য বিসিসিআই কোনো নির্দেশিকাও দেয়নি।

সব মিলে দ্রাবিড় বলছেন, ‘আমাদের এক একটা মাস ধরে এগোনো উচিত। সবরকম বিকল্পের দিকে তাকানো দরকার। আমাদের ঘরোয়া মৌসুম সাধারণত আগস্ট-সেপ্টেম্বরে শুরু হয়। সেটা যদি অক্টোবরে শুরু করা হয়, তবে তা ছোট করা যায় কিনা দেখতে হবে।’

করোনা হানা না দিলে বয়সভিত্তিক দলগুলো নিয়ে মহা ব্যস্ততায় সময় কাটত দ্রাবিড়ের। এই মুহূর্তে সবই বন্ধ। দ্রাবিড় বলছেন, করোনা ধাক্কা কাটিয়ে সবকিছুই নতুন করে শুরু করতে হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!