অনলাইন ডেস্ক:: পটুয়াখালীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া মুক্তিযোদ্ধা কাওসার দেওয়ান (৭৫) ও খলিলুর রহমান (৬৫) নামের দুই বৃদ্ধের রিপোর্ট পজিটিভ এসেছে।
এ নিয়ে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
গত বৃহস্পতিবার নিজ বাড়িতে তাদের মৃত্যু হয়। মৃত দুইজনের বাড়ি বাউফল উপজেলায়। বিষয়টি সোমবার সকালে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন।
এছাড়া গতকাল সন্ধ্যায় করোনা উপসর্গ নিয়ে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তার মৃতদেহ কভিড-১৯ প্রটোকলে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।
জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৪৪। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৫ জনের। আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ১৭৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫২ জন।