ঢাকা: দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৮ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৩ হাজার ৪৮০জন।
এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৫০২ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭৮৬ জন।
সোমবার আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৫৫টি। এর মধ্যে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৮০জন। একই সময়ে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে ৩৮ জন মারা গেছেন।
এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৫০২ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ হাজার ১৫ হাজার ৭৮৬ জন।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬৭৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন৪৬ হাজার ৭৫৫ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৩৭ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৩৮ শতাংশ, মৃতের হার ১ দশমিক ৩০ শতাংশ।