ঢাকা: দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৫০২ জনে দাঁড়িয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৫ হাজার ৭৮৬ জনে।
সোমবার আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, দেশে সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৫৫টি। এর মধ্যে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৮০জন। একই সময়ে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে ৩৮ জন মারা গেছেন।
এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৫০২ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ হাজার ১৫ হাজার ৭৮৬ জন।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬৭৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন৪৬ হাজার ৭৫৫ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৩৭ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৩৮ শতাংশ, মৃতের হার ১ দশমিক ৩০ শতাংশ।
এদিকে বাংলাদেশ সময় দুপুর আড়াইটা পর্যন্ত করোনাভাইরাসে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ৫১ হাজার। এর মধ্যে মারা গেছেন ৪ লাখ ৭০ হাজারের বেশি।
তবে বিশ্বে করোনাভাইরাসে প্রকৃত আক্রান্ত ও মৃতের সংখ্যা আরও অনেক বেশি বলে বিবিসির এক গবেষণা ও জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের এক অনুসন্ধানে উঠে এসেছে। মোট আক্রান্তের চেয়েও অন্তত দেড় লাখের মতো বেশি মানুষ মারা গিয়েছেন বলে তারা মনে করেন।