1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
বড়লেখায় ডাক্তার-পুলিশসহ একদিনে সর্বোচ্চ ৮ জনের করোনা শনাক্ত
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৫২ অপরাহ্ন

বড়লেখায় ডাক্তার-পুলিশসহ একদিনে সর্বোচ্চ ৮ জনের করোনা শনাক্ত

  • প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২০
  • ৪৩৮ জন পড়েছেন

নিজস্ব প্রতিবেদকঃ  মৌলভীবাজারের বড়লেখায় একই পরিবারের ৩ জনসহ ৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যা উপজেলায় একদিনে সর্বোচ্চসংখ্যক শনাক্তের রেকর্ড।
আজ সোমবার উপজেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

আক্রান্তদের মধ্যে হাসপাতালের এক চিকিৎসক ও থানার এক পুলিশ কর্মকর্তা রয়েছেন। এনিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫জনে। এরমধ্যে ৮জন সুস্থ হয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনার বিভিন্ন উপসর্গ থাকায় গত ২০ জুন ৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। আজ সোমবার দুপুরে তাদের নমুনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ এসেছে।

নতুন শনাক্ত হওয়া এই ৮ জনের মধ্যে হাসপাতালের এক ডাক্তার ও তাঁর স্ত্রী, বড়লেখা থানার একজন এসআই, পৌরসভার হাটবন্দ এলাকার একই পরিবারের তিনজন, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের একজন এবং তালিমপুর ইউনিয়েনর একজন রয়েছেন।

এ ব্যাপারে বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক রত্নদীপ বিশ্বাস বলেন, আক্রান্তদের মাঝে করোনার উপসর্গ থাকায় গত ২০ জুন তাদের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছিল। আজ তাদের রিপোর্ট আমরা হাতে পেয়েছি। আক্রান্তরা তাদের বাসা-বাড়িতে আছেন। কারো কারো জ্বর কমেছে। তবে কাশি রয়েছে। তাদের বাসা-বাড়ি লকডাউন করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!