1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৯:১৯ পূর্বাহ্ন

চাচার মৃত্যুর খবর পেয়ে বাড়ি আসার পথে ভাতিজার মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৩৫৬ জন পড়েছেন

অনলাইন ডেস্ক:: ময়মনসিংহের নান্দাইল উপজেলার কামালপুর গ্রামের আবুল কাসেম মুন্সি (৮৫) বার্ধক্যজনিত কারণে সোমবার রাত দশটায় মৃত্যুবরণ করেন। পরে মঙ্গলবার সকাল ১১ টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় কাসেম মুন্সির মরদেহ। এদিকে নিহতের বড়ভাই আবুল মুনসুরের পুত্র নূর মোহাম্মদ (৪০) চাচার মৃত্যু সংবাদ শুনে গ্রামের বাড়িতে আসার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

নিহতের ছোটভাই নূর আহাম্মদ জানান, তার ভাই টাংগাইলের ঘাটাইল উপজেলার ক্যান্টনমেন্ট এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবসার করে আসছেন। সেখানে স্ত্রী ও একমাত্র মেয়ে তাহিয়া (৫)কে নিয়ে বসবাস করতেন নূর মোহাম্মদ। নূর আহাম্মদ আরও জানান, চাচার জানাজায় অংশ নিতে সকালে স্ত্রী-সন্তানকে সাথে নিয়ে বাড়ি আসার জন্য গাড়িতে উঠার সময় মাথা ঘুরে পড়ে গেলে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত হাসপাতালে নিয়ে যায় তার স্ত্রী। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক জানান, নূর মোহাম্মদের মৃত্যুর পূর্বে কোন রোগের রেকর্ড নেই। তার চাচার মৃত্যু শোকে কাতর হয়েই স্টোক করে মারা গেছে সে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!