1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
তাড়াশে ডা. রকিব হত্যা মামলা দ্রুত বিচার দাবিতে মানববন্ধন
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৯:২৪ পূর্বাহ্ন

তাড়াশে ডা. রকিব হত্যা মামলা দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৪০৬ জন পড়েছেন

অনলাইন ডেস্ক:: বিএমএর আজীবন সদস্য ও বাগেরহাট ম্যাটসের অধ্যক্ষ ডা. মো. আব্দুর রকিব খান হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবিতে সিরাজগঞ্জের তাড়াশে মানববন্ধন করেছে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার সকালে তাড়াশ উপজেলা ৫০শয্যা বিশিষ্ট হাসপাতাল চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল মিঞা শোভনের সভাপত্বিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানবন্ধনের ডা. রকিব হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, চিকিৎসকদের কর্মস্থলের নিরাপত্তা প্রদান, করোনা মহামারিতে রোগী ও চিকিৎসকদের জীবনের নিরাপত্তা নিশ্চিতকরনের দাবি জানানো হয়।

মানবন্ধন শেষে ২ মিনিট নিরাবতা পালন, নিহত ডা. রকিব খানের আত্নার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন এইচ আই আতাহার আলী। এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রুমন খান, ডা. নুশরাত, ডা. সায়মা, ডা. আমানুল্লাহসহ সকল কর্মকর্তা ও কর্মচারীরা।

প্রসঙ্গত, গত (১৫জুন) রাতে রোগীর স্বজনদের হামলায় ডা. আবদুর রকিব মারা যান। ঘটনায় দায়ের হওয়া মামলায় ৫ আসামির মধ্যে তিন জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর দুই আসামিকে রিমান্ড শেষে জেল হাজতে পাঠানো হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!