1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
মুজিব কোট নয়, পাঞ্জাবির ওপর কোটি পড়েছি: বিএনপির এমপি হারুন
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৯ অপরাহ্ন

মুজিব কোট নয়, পাঞ্জাবির ওপর কোটি পড়েছি: বিএনপির এমপি হারুন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৪৪১ জন পড়েছেন

অনলাইন ডেস্ক:: বিএনপির যুগ্ম-মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশীদকে মঙ্গলবার জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশনে পাঞ্জাবির ওপর কোট পরে যেতে দেখা গেছে।

তবে কোটটি দেখতে অনেকটা ‘মুজিব কোটের মতো’ হওয়ায় দলের কিছু নেতাকর্মীর মাঝে কানাঘুষা চলছে।

অবশ্য এ বিষয়ে এখনই প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি বিএনপির সিনিয়র নেতারা। নির্বাচনের পর সংসদে যোগ দিতে তার ‘অতি আগ্রহ’ দলের মধ্যে ওই সময় সমালোচনার সৃষ্টি করেছিল।

এদিকে এমপি হারুন-অর-রশীদ দাবি করেছেন, তার এই পোশাক ‘মুজিব কোট’ ছিল না।

জানতে চাইলে তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘এমনিতে মানুষ পাঞ্জাবির ওপর যেভাবে কোট পরে। আমিও পরেছি। এটি মুজিব কোট নয়, পাঞ্জাবির কোটি।’

তিনি আরও বলেন, মুজিব কোটে ছয়টা বোতাম থাকে এবং কালার (রঙ) কালো হয়। এর বাইরে অন্য কালারের কোটগুলোকে মুজিব কোট ধরা হয় না।

এদিকে বাজেট অধিবেশনে অংশ নিয়ে প্রথমবারের মতো জাতীয় সংসদ থেকে ‘ওয়াকআউট করেছেন বিএনপির এই এমপি।

ওয়াকআউটের আগে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি দেশের করোনা পরিস্থিতিতে ব্যর্থতার দায়ে স্বাস্থ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়ার দাবি জানান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!