1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
সোমালিয়ায় তুর্কি সামরিক ঘাঁটিতে আত্মঘাতী হামলা
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৫ পূর্বাহ্ন

সোমালিয়ায় তুর্কি সামরিক ঘাঁটিতে আত্মঘাতী হামলা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৪০৮ জন পড়েছেন

অনলাইন ডেস্ক:: সোমালিয়ায় তুরস্কের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। রাজধানী মোগাদিসুতে স্থাপিত ঘাঁটিতের বাইরে এই হামলায় তিনজন নিহত হয়েছে।

আনাদলু জানায়, সোমালি সরকারের মুখপাত্র ইসমাইল মুখতার অরোনজো এই হামলার ঘটনা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সকালে আত্মঘাতী ব্যক্তি তুর্কি ঘাঁটিতে ঢোকার চেষ্টা করে। নিরাপত্তা বাহিনীর বাধা পেয়েই ঘাঁটির বাইরে সে নিজেকে উড়িয়ে দেয়।

ইসমাইল মুখতার জানান, হামলাকারী নিজকে তুর্কি-সোমালি মিলিটারি একাডেমির প্রশিক্ষণার্থী হিসেবে পরিচয় দিয়েছিল। কিন্তু ঘাঁটিতে ঢুকতে ব্যর্থ হয়ে বাইরেই বিস্ফোরণ ঘটায়। এতে সে নিজে ও দুইজন বেসামরিক নিহত হয়।

হামলায় সোমালি বা তুর্কি কোনো সেনা হতাহত হয়নি বলে তিনি নিশ্চিত করেন। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে পূর্ব আফ্রিকার দেশগুলোতে এই ধরনের হামলা চালিয়ে থাকে আল শাবাব জঙ্গিগোষ্ঠী।

সোমালিয়া সেনাদের প্রশিক্ষণ দিতে ২০১৭ সালে মোগাদিসুতে তুরস্ক ওই সামরিক ঘাঁটিটি তৈরি করে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!