1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
কমলগঞ্জে চা শ্রমিকদের অভিযোগ গ্রহন করে ফিরিয়ে দিলেন ইউএনও অফিসের সি.এ
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৫:১৫ পূর্বাহ্ন

কমলগঞ্জে চা শ্রমিকদের অভিযোগ গ্রহন করে ফিরিয়ে দিলেন ইউএনও অফিসের সি.এ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৩৭১ জন পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:  মৌলভীবাজারের কমলগঞ্জে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আতওয়ায় সম্প্রতি ২২টি চা বাগানে দরিদ্র ৩ সহ¯্রাধিক চা শ্রমিক পরিবারকে ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। গত ৬ ও ৭ জুন আনুষ্ঠানিকভাবে ২১১৩ জন শ্রমিক পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়। সর্বশেষ গত ১৪ জুন দেওড়াছড়া ও মৃর্তিঙ্গা চা বাগানে বাকি চা শ্রমিকদের মাঝে চেক বিতরণ করা হয়।

চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্ধকৃত অর্থ বিতরনের তালিকায় ছয়নয় ও স্বজনপ্রীতির অভিযোগ উঠে। অভিযোগ রয়েছে যারা সরকারের এ অর্থ বিতরনের তালিকা করেছেন তারাই এ ছয়নয় করেছেন। এর সাথে জড়িত রয়েছেন স্থানীয় সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী।

এদিকে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদানকৃত ৫ হাজার টাকার চেক প্রদানের তালিকায় ব্যাপক অনিয়ম নিয়ে গত ১৬ জুন শমশেরনগর, দেওড়াছড়া, মৃর্তিঙ্গা চা বাগান থেকে চা শ্রমিকরা মৌলভীবাজারের জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে কমলগঞ্জের কুরমা চা বাগান থেকে চা শ্রমিক নারী নেত্রী গীতা কানুর নেতৃত্বে একদল চা শ্রমিক কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ নিয়ে আসেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসে ছিলেন না।

নারী চা শ্রমিক নেত্রী গীতা রানী কানু বলেন, স্যারকে অফিসে না পেয়ে তাহার ব্যবহৃত সরকারী মোবাইলফোনে যোগাযোগ করলে তিনি সি.এ (গোপনীয় সহকারী) রাজেন কৈরীর কাছে অভিযোগ কপি দিতে বলেন। আমরা অভিযোগ কপি প্রদান করে রিসিভ কপি গ্রহন করার কিছুক্ষণ পরই রহস্যজনকভাবে সি.এ রাজেন কৈরী আমাদের অভিযোগ কপি ফিরিয়ে দিয়ে রিসিভ কপি ফিরিয়ে নেন।

এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হলে গীতা কানু বিষয়টি মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিনকে মোবাইল ফোনে বিষয়টি জানালে জেলা প্রশাসক অভিযোগটি জেলা প্রশাসকের ই-মেইলে প্রেরণ করতে বলেন। পরে গীতা রানী কানু জেলা প্রশাসকের ই-মেইলে অভিযোগ প্রেরন করেন।

এ বিষয়ে আলাপকালে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সি.এ রাজন কৈরী বলেন, স্যার এসে কপিটি গ্রহন করবেন বলায় তিনি অভিযোগ কপি ফিরিয়ে দিয়ে রিসিভ কপি নিয়ে নিয়েছেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক সাংবাদিকদের বলেন, সমাজ সেবা অধিদপ্তরের প্রদানকৃত চেকের তালিকার অভিযোগটি তার এক্তিয়ার বহির্ভ‚ত। তাই তিনি এ অভিযোগ গ্রহন করেননি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!