1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
পেরুতে করোনায় ২২০ পুলিশের মৃত্যু
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৩:০৩ পূর্বাহ্ন

পেরুতে করোনায় ২২০ পুলিশের মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৩৬১ জন পড়েছেন

অনলাইন ডেস্ক: করোনাভাইরাস মোকাবিলায় সামনের সারিতে থাকা পেরুর পুলিশবাহিনীতে একের পর এক প্রাণহানি ঘটছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি মঙ্গলবার জানায়, কভিড-১৯ এ আক্রান্ত হয়ে দেশটিতে অন্তত ২২৩ পুলিশের মৃত্যু হয়েছে।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল গাস্তন বলেন, “আমাদের পুলিশবাহিনীর ২২৩ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে সাড়ে ১৫ হাজার।”

দুই সপ্তাহ আগে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, কভিড-১৯ এ আক্রান্ত হয়ে ১৭০ জন পুলিশের মৃত্যু হয়েছে। তখন আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজারের মতো। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে পেরুর পুলিশবাহিনীর মধ্যে মৃত্যু ৩০ শতাংশ বেড়েছে।

পেরুতে মোট পুলিশের সংখ্যা ১ লাখ ৩০ হাজার। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আগস্টের দিক থেকে পুলিশবাহিনীতে আরও ৫ হাজার কেডেট যোগ দেবে।

লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে আয়তনে তুলনামূলক ছোট হলেও করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে ওপরের সারিতে আছে দেশটি। আক্রান্ত ও মৃত্যুতে ওই অঞ্চলে শীর্ষে থাকা ব্রাজিলের পরেই তাদের অবস্থান।

পেরুতে আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ২ লাখ ৫৭ হাজার ছাড়িয়েছে। আর মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৯ হাজার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়েছে আক্রান্তদের প্রায় ৬ হাজার সুস্থ হয়ে উঠেছেন। তারা এরই মধ্যে কাজেও ফিরে এসেছেন।

লকডাউনে জনসাধারণ সামাজিক দূরত্বসহ অন্যান্য বিধিনিষেধ মানছে কি-না তা দেখতে হাট-বাজার ও রাস্তাঘাটে টহল দেওয়ার সময়ই অধিকাংশ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!