নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের কমলগঞ্জে মুজিব শতবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ ঘোষিত কর্মসূচী অনুযায়ী কমলগঞ্জ সরকারী কলেজ, কমলগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় ও কমলগঞ্জ সরকারী মডেল স্কুল প্রাঙ্গনে কমলগঞ্জ সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উদ্দ্যোগে বুধবার (২৪ জুন) সকালে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্টিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক জুয়েল আহমেদ, উপজেলা যুবলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আসিফ নিয়াজ রনি, কেন্দ্রীয় ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক উপসম্পাদক মহিউদ্দিন অপু, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক হাসান আহমেদ, আদমপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ মিয়া, ছাত্রলীগ নেতা নাহিদ বখত, সাজ্জাদুর রহমান, কামরুজ্জামান বাদশাসহ আরোও অনেকে।