অনলাইন ডেস্ক: এবার তথ্য সচিব কামরুন নাহার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বাড়িতে আইসোলেশনে আছেন।
তথ্য সচিবের একান্ত সচিব মোহাম্মদ এনামুল আহসান বুধবার এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, রবিবার নমুনা পরীক্ষা দেওয়ার পর মঙ্গলবার রিপোর্ট পজিটিভ আসে। তবে তার কোনো করোনা উপসর্গ ছিল না। কামরুন নাহারের স্বামী খন্দকার আনোয়রুল ইসলাম মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করছেন।
তথ্য ক্যাডারের কর্মকর্তা কামরুর নাহার এর আগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রধান তথ্য কর্মকর্তা ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
সরকারি হিসাব অনুযায়ী, বুধবার সকাল নাগাদ দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৫৮২ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২২ হাজার ৬৬০ জনের।