1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
বরিশালে করোনার উপসর্গ নিয়ে এএসআইয়ের মৃত্যু
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:০৮ অপরাহ্ন

বরিশালে করোনার উপসর্গ নিয়ে এএসআইয়ের মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৩৬৩ জন পড়েছেন

অনলাইন ডেস্ক:  করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) হাবিবুর রহমান (৫৩) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাবিবুর রহমান।

হাবিবুর রহমানের গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামে। ১৯৮৯ সালের ১৪ মে পুলিশ বাহিনীতে যোগদান করেন হাবিবুর রহমান।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, এএসআই হাবিবুর রহমান গত ১৬ জুন অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওই দিন রাতে তাকে রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়। গত মঙ্গলবার সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত হাবিবুর রহমান বরিশাল মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) কার্যালয়ে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!