1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর তহবিল থেকে শিক্ষা বৃত্তি প্রদান
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৮ অপরাহ্ন

কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর তহবিল থেকে শিক্ষা বৃত্তি প্রদান

  • প্রকাশিত : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৮০৭ জন পড়েছেন
কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৪৪ শিক্ষার্থীর মাঝে বৃত্তির চেক প্রদান করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা হাকিম ও ডিডিএলজি( অতিরিক্ত দায়িত্ব) তানিয়া সুলতানা।

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি, চা জনগোষ্ঠী, ত্রিপুরী ও খাসিয়া, গারোসহ বিভিন্ন সম্প্রদায়ের মোট ১৪৪ জন শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রীর তহবিল থেকে জনপ্রতি ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

বুধবার সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বৃত্তির চেক প্রদান করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা হাকিম ও ডিডিএলজি( অতিরিক্ত দায়িত্ব) তানিয়া সুলতানা।

কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের ডিডিএলজি (অতিরক্ত দায়িত্ব) ও অতিরিক্ত জেলা হাকিম (এডিএম) তানিয়া সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, পৌর মেয়র জুুুয়েল আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম ও উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ।

কমলগঞ্জ উপজেলা প্রশাসনিক কার্যালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর তহবিল থেকে পার্বত্য চট্টগ্রাম ব্যতীত সমতলের ক্ষুদ নৃ-গোষ্ঠী হিসেবে কমলগঞ্জের মণিপুরি, ত্রিপুরী, খাসিয়া, গারো ও চা বাগানের বিভিন্ন সম্প্রদায়ের মোট ১৪৪ জন ছাত্র-ছাত্রীকে এককালীণ ২৫ হাজার টাকা করে মোট ৩৬ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!