নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জের পতনউষার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯টি মসজিদে ফ্যান বিতরণ করলো অরাজনৈতিক সংগঠন সেক্রিফাইস গ্রুপ।
গ্রুপের আহবায়ক আজহারুল ইসলাম সাকিলের সভাপতিত্বে বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পতনউষার ইউনিয়ন পরিষদ ভবনের সম্মুখে ফ্যান বিতরণ করা হয়।
গ্রুপের সদস্য সচিব আতিফ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পতনউষার ইউপি চেয়ারম্যান তৌফিক আহমেদ বাবু।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, শহীদ নগর বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি অলি আহমেদ খান, গ্রুপের দাতা সদস্য জনি ইসলাম, শাপলা সবুজ সংঘের সাধারণ সম্পাদক মিতুল খান প্রমুখ। গ্রুপের সকল সদস্যরাও উপস্থিত ছিলেন।
এছাড়াও সেক্রিফাইস গ্রুপের উপদেষ্টা মন্ডলী প্রবাসী মাসুম আহমেদ পারভেজ ও খোকন আহমেদ প্রবাস থেকে স্বাগতম জানিয়েছেন।