1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
তানোরে বিদ্যুতের তারে জড়িয়ে আদিবাসীর মৃত্যু
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:৫৫ পূর্বাহ্ন

তানোরে বিদ্যুতের তারে জড়িয়ে আদিবাসীর মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৩৭৪ জন পড়েছেন

অনলাইন ডেস্ক:: রাজশাহীর তানোরে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে আদিবাসী এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তানোর উপজেলার কলমা ইউপির শুকান দীঘি গ্রামে ঘটনাটি ঘটে। ওই আদিবাসীর নাম রিপন পাহান (২০)। সে নওগাঁ জেলার মান্দা উপজেলার কালীসফা গ্রামের হারান পাহানের ছেলে।

ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এদিকে মৃতের ভাই জনা পাহান বাদী হয়ে তানোর থানায় একটি ইউডি মামলা করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে রিপন পাহান মাথায় করে ধানের বস্তা নিয়ে যাচ্ছিলেন। পথে শুকানদীঘি গ্রামের জৈনক ব্যাক্তির পাড়ির পার্শ্বে ঝুলে থাকা বিদ্যুৎ সংযোগ তারে জড়িয়ে পড়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ছাড়াও মৃতের ভাই বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!