1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
সুশান্তের মৃত্যু কেন্দ্রীয় তদন্তের দাবি রূপার
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:২৫ অপরাহ্ন

সুশান্তের মৃত্যু কেন্দ্রীয় তদন্তের দাবি রূপার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৪০১ জন পড়েছেন

অনলাইন ডেস্ক:: পশ্চিমবঙ্গের বিজেপির সাংসদ রূপা গাঙ্গুলিও সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। সিরিজ টুইটে তিনি দেখিয়েছেন, ১৫ মে থেকে ১৪ জুন, এক মাসের মধ্যে প্রয়াত অভিনেতার ঘনিষ্ঠ তিনজন আত্মহত্যা করেছেন। চতুর্থ জন সুশান্ত নিজে।

রূপা তার টুইট বলছেন, সুশান্তের তিন ঘনিষ্ঠ মনমীত গ্রেওয়াল, প্রেক্ষা মেহতা, দিশা সালিয়ান আচমকাই নিজেদের শেষ করে দিয়েছেন সুশান্তের মতো করে।

তালিকার শেষ জন দিশা, সুশান্তের প্রাক্তন ম্যানেজার। যিনি ৯ জুন ১৪ তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তার আগে যথাক্রমে ১৫ এবং ২৬ মে গলায় ফাঁস দেন মনমীত, প্রেক্ষা। কী কারণে একই পথের পথিক চার জন, এদের মৃত্যুর মধ্যে কি কোনও যোগসূত্র লুকিয়ে, জানে না কেউ।

রূপার দাবি, এই রহস্য সমাধান এক মাত্র করতে পারে সিবিআই।

তিনি বিশ্বাস করেন না, নিছক অবসাদে ডুবে নিজেকে এভাবে শেষ করে দিলেন সুশান্ত সিংহ রাজপুত। প্রসঙ্গত, ব্যক্তিগত সমস্যার কারণে এর আগে একাধিক বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন মহাভারত খ্যাত রূপা গঙ্গোপাধ্যায়ও। রূপার এই টুইট ভাল সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়াতে।

এদিকে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ করেছে মুম্বই পুলিশ। রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, গলায় ফাঁস লাগার কারণেই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে অভিনেতার। তার ভিসেরা সংরক্ষণ করে তা রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!