নিজস্ব প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর মেয়রের উদ্যোগে মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য, সাবেক চীফ হুইফ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড মোঃ আব্দুস শহীদ এমপি’র রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) বাদ মাগরিবের নামাজের পর মইনিয়া যুবফোরাম এর আয়োজনে কমলগঞ্জ পৌর মেয়রের ব্যাক্তিগত কার্যালয়ে এর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ পৌরসভার মেয়র ও কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ জুয়েল আহমদ এর সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন মাওলানা কাজী যোবায়ের আহমদ ও দোয়া পরিচালনা করেন মাইজ ভান্ডারের খলিফা আলহাজ্ব শাহ মো: বদর গাজী মাইজভান্ডারী।
এসময় আরো উপস্থিত ছিলেন,আরিফ ভান্ডারী, আরফান ভান্ডারী, শফিক ভান্ডারী, আবুল খায়ের ভান্ডারী, আলাউদ্দিন ভান্ডারীসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।