নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারে নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মীর নাহিদ আহসানকে জেলা প্রশাসক হিসেবে মৌলভীবাজারে নিয়োগ দেয়া হয়েছে।
দেশের নয় জেলায় ডেপুটি কমিশনার (ডিসি) পদে পরিবর্তন এনেছে সরকার।
মৌলভীবাজারের ডিসি নাজিয়া শিরিনকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক পদে বদলি করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।