1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
সিলেটে বাসার পাশের ড্রেনে মিললো কলেজ ছাত্রের মরদেহ
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১০:১২ পূর্বাহ্ন

সিলেটে বাসার পাশের ড্রেনে মিললো কলেজ ছাত্রের মরদেহ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৪১৯ জন পড়েছেন

সিলেট: শরীর থেঁতলানো। সারা দেহে আঘাতের চিহ্ন। নিজের বাসার পাশেই মিললো ইফজাল হোসেন (২৮) নামে এক কলেজ ছাত্রের মরদেহ।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে সিলেট নগরীর উপশহর বি ব্লকের ১৩ নম্বর রোডের ৩ নম্বর বাসার পাশে ড্রেনে পড়ে থাকাবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইফজাল সিলেট এমসি কলেজের রাষ্ট্র বিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্র এবং সিলেটের কানাইঘাট উপজেলার মৃত কুতুব আলীর ছেলে এবং ওই বাসায় পরিবারের সবার সঙ্গে থাকতেন।

এদিন সকালে বাসার পেছনের দরজার বাইরে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনেরা। খবর পেয়ে বেলা ১১টার দিকে থেকে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর দুপুরে উদ্ধার করা হয়।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বলেন, নিহত যুবক বুধবার (২৪ জুন) রাতে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। বৃহস্পতিবার সকালে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ করেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!