1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
সিলেট বিভাগে করোনা আক্রান্ত ৪ হাজার ছুঁইছুঁই
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৩ পূর্বাহ্ন

সিলেট বিভাগে করোনা আক্রান্ত ৪ হাজার ছুঁইছুঁই

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ৪১৩ জন পড়েছেন

সিলেট: করোনা আক্রান্তের হার সিলেট বিভাগে দিনের পর দিন বেড়েই চলেছে। তুফান বেগে ছুটে চলা করোনা আক্রান্ত সিলেট বিভাগে ৪ হাজার ছুঁই ছুঁই।

সর্বশেষ বৃহস্পতিবার (২৫ জুন) সিলেট জেলায় ১২৬ জনসহ বিভাগে করোনা আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮৮৯ জন।

এদিন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় ২৭৫ জনের নমুনা পরীক্ষায় ৮১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯৩ জনে। এছাড়া বিভাগের হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় নতুন করে আরো ৪৫ জনের করোনা শনাক্ত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, এদিন শাবি’র ল্যাবে ১৭৭টি নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের আরো ১৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এ নিয়ে সুনামগঞ্জ জেলায় ৯১০ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকিগুলো হবিগঞ্জের ঢাকা থেকে সনাক্ত হয়ে আসা। হবিগঞ্জে মোট আক্রান্ত ৫২২ জন। আর মৌলভীবাজারে ৩৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৬১ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪৬ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ৬ জন ও মৌলভীবাজারে ৪ জন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!