1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
চুয়াডাঙ্গায় সাংবা‌দিকের বা‌ড়িতে ডাকা‌তি
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১২:১১ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় সাংবা‌দিকের বা‌ড়িতে ডাকা‌তি

  • প্রকাশিত : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৩৩৫ জন পড়েছেন

অনলাইন ডেস্ক:: আরটিভির আমেরিকার মিশিগান প্রতিনিধি কামরুজ্জামান হেলালের চুয়াডাঙ্গার জীবননগরের গ্রামের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট করে পালিয়ে যায় ডাকতদল।

শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার মিনাজপুর গ্রামে ৬-৭ জনের মুখোশধারী ডাকাতদল ঘরে ঢুকে পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মিকরে দেড় লক্ষাধিক টাকার স্বর্ণ ও রূপার গহণা এবং মোবাইল সেট লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়।

সাংবাদিক কামরুজ্জামান হেলালের ভাই হামিদুজ্জামান টিটু জানান, রাত আনুমানিক দেড়টার দিকে ৬-৭ জনের মুখোশধারী ডাকাতদল প্রাচিল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে। প‌রে তারা রান্না ঘরের গ্রীল কেটে ঘরের ভেতরে ঢোকে। তিনি আরও জানান, ফ্লাটের সব কয়টি রুমের দরজা খোলা থাকায় ডাকাতদল নির্বিঘ্নে ঘরে ঢুকে প্রথমে দুই ছেলে সাঈদ (২৪) ও তাজকে (১৬) বেঁধে ফেলে। পরে স্ত্রী ও তাকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং দুই ছেলেকে খুনের হুমকি দিয়ে ঘরের আলমিরাতে রাখা নগদ ১ লক্ষ ৫৬ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণে ও ১৬ ভরি রুপার গহণা ও ৫টি মোবাইলসহ ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট করে পালিয়ে যায় তারা। খবর পেয়ে রাতেই জীবননগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় জীবননগর থানাতে একটি অভিযোগ করা হয়েছে।

জীবননগর থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ডাকাতির খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতির সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের জন্য কাজ করছে পুলিশ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!