1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
ইউএনওর স্ত্রী-সন্তানও করোনায় আক্রান্ত
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৭ অপরাহ্ন

ইউএনওর স্ত্রী-সন্তানও করোনায় আক্রান্ত

  • প্রকাশিত : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৩৯৮ জন পড়েছেন

অনলাইন ডেস্ক:: রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতোর স্ত্রী ও সন্তান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোজিয়ারা খাতুন।

এর আগে ২৫ জুন জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি অবস্থায় নমুনা পরীক্ষায় তানোর উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও ইউএনও সুশান্ত কুমার মাহাতো করোনা পজিটিভ হন। পরে শনিবার রাতে তার স্ত্রী ডা. শাপলা রাণী (২৬) এবং ছেলে স্রীশান্ত মাহাতো’র (৪) করোনা টেস্টে পজিটিভ ফল আসে। তারা সকলেই তানোর উপজেলা পরিষদ চত্বরে ইউএনও’র সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন।

এদিকে গত ২৫ জুন ইউএনও সুশান্ত কুমার মাহাতোর সংস্পর্শে থাকা উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর এএইচএম ফেরদৌস জামান সিদ্দিকীও করোনাভাইরাসে আক্রান্ত হ‌ন।

মহামা‌রি করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রথম থেকেই তানোর উপজেলায় প্রতিদিন মাঠে ছিলেন ইউএনও সুশান্ত কুমার মাহাতো। করোনা পরিস্থিতিতে সৃষ্ট সংকট, হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করণ, জনসচেতনতা সৃষ্টি ও হাট-বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল, সরবরাহ নিশ্চিতসহ সরকারি নির্দেশনা পালনে নিরলসভাবে কাজ করছেন ইউএনও সুশান্ত কুমার।

এছাড়াও প্রতিদিন তানোরের বিভিন্ন জনবহুল স্থানসহ হাট-বাজার ঘুরে হ্যান্ডমাইকে ক্রেতা-বিক্রেতা‌দের করোনার বিষয়ে সচেতন করছেন। স্বাস্থ্যঝুঁকি এড়াতে মাস্ক, হ্যান্ডগ্লাভস, হাত ধোয়া ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন ইউএনও সুশান্ত কুমার।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!