1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
সিলেটের আরও ১৪৮ জনের করোনা শনাক্ত
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন

সিলেটের আরও ১৪৮ জনের করোনা শনাক্ত

  • প্রকাশিত : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৪২২ জন পড়েছেন

সিলেট: সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে আরও ১৪৮ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এরমধ্যে সিলেট জেলার ১১৬ জন এবং সুনামগঞ্জের ৩২ জন।

শনিবার (২৭ জুন) রাতে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, এদিন ওসমানীর পিসিআর ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় ১০৭ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। আক্রান্তরা সকলেই সিলেটের এরমধ্যে তিনজন চিকিৎসক রয়েছেন।

অন্যদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা পজিটিভ আসে।শনাক্তদের মধ্যে ৩২ জন সুনামগঞ্জের এবং নয় জন সিলেট জেলার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, এ নিয়ে সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট চার হাজার ২০৬ জন। এরমধ্যে সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ২৯৬ জনে এবং সুনামগঞ্জে আক্রান্ত বেড়ে হয়েছে ৯৫৯ জন। এছাড়া নতুন করে আক্রান্তের খবর মিলেনি। হবিগঞ্জ জেলায় ৫৩৭ জন ও মৌলভীবাজারের ৪১৪ জন আক্রান্ত হয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!