1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
করোনা কেড়ে নিল ৫ লাখের বেশি প্রাণ
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৩:৫২ অপরাহ্ন

করোনা কেড়ে নিল ৫ লাখের বেশি প্রাণ

  • প্রকাশিত : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৩৬৯ জন পড়েছেন

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, রবিবার বাংলাদেশ সময় সকাল আটটা পর্যন্ত কভিড-১৯ রোগে ৫ লাখ ১ হাজার ২৯৮ জনের মৃত্যু হয়েছে।

সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা কোটি ছাড়িয়ে গেছে আরও কয়েক ঘণ্টা আগে। গত ২৪ ঘণ্টায় গোটা পৃথিবীতে নতুন রোগী পাওয়া গেছে ১ লাখ ৭৬ হাজার ৫৬৮ জন। তাতে এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা ১ কোটি ৮১ হাজার ৫২২ জন। সুস্থ হয়েছেন ৫৪ লাখ ৫৮ হাজার ৩৬৭ জন।

আক্রান্ত এবং মৃতের তালিকায় যথারীতি শীর্ষে রয়েছে আমেরিকা। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২৫ লাখ ৯৬ হাজার ৫৩৭ জন। মোট মৃত্যু ১ লাখ ২৮ হাজার ১৫২ জনের। বিপরীতে সুস্থ হয়েছেন ১০ লাখ ৮১ হাজার ৪৩৭ জন।

ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্ত ১৩ লাখ ১৫ হাজার ৯৪১ জন। মারা গেছেন ৫৭ হাজার ১০৩ জন। সুস্থ হয়েছেন ৭ লাখ ১৫ হাজার ৯০৫ জন।

আক্রান্তে তিন নম্বরে রাশিয়া। দেশটির সরকারের দেয়া তথ্য অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ২৭ হাজার ৬৪৬, মৃত্যু ৮ হাজার ৯৬৯ জনের।

ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৫ লাখ ২৯ হাজার ৫৭৭ জন, মৃত্যু ১৬ হাজার ১০৩ জনের।

যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৪৩ হাজার ৫১৪ জনের প্রাণ কেড়েছে করোনা। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১০ হাজার ২৫০ জন।

স্পেনে ২ লাখ ৯৫ হাজার ৫৪৯ জন আক্রান্তের পাশাপাশি ২৮ হাজার ৩৪১ জন মারা গেছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!