লিটন গঞ্জু রাজু, কমলগঞ্জ সংবাদদাতাঃ দেড় বছর পেরিয়ে গেলেও এখনো হয়নি চা শ্রমিকের নতুন এগ্রিমেন্ট চুক্তি। সারা বাংলাদেশে লক্ষ চা শ্রমিক ভালো একটি এগ্রিমেন্ট এর আশায় রয়েছেন। এগ্রিমেন্ট অনুযায়ী দেড় বছর পেরিয়ে গেছে তাদের এগ্রিমেন্ট চুক্তি। কিন্তু এখনো হয়নি এগ্রিমেন্ট চুক্তি। বাংলাদেশের সব চেয়ে কম মজুরিতে কাজ করেন এক মাত্র চা শ্রমিকরা। ৮ ঘণ্টা কাজ করে শ্রমিকরা পায় মাত্র ১০২ টাকা যা বর্তমান সময়ে ভাবা যায়না। চালের কেজি ৩০ থেকে ৩৫ টাকা কিন্তু তাদের পরিবারের লোক ৫ থেকে ৭ জন। তাছাড়া শিক্ষা, ঔষধপত্র বা অন্যান্য খরচ তো রয়েছে। তাই শ্রমিকরা এবারের এগ্রিমেন্টে দাবি করছেন তাদের মজুরি ৩০০ টাকা করার জন্য।
শ্রমিকরা বলেন, দিন দিন সব কিছুর দাম বাড়ছে কিন্তু আমাদের মজুরি আর বাড়ছে না। এবার আমাদের মজুরি বাড়াতে হবে। আরো বলেন, আমরা ৮ ঘণ্টা বৃষ্টিতে ভিজে পোকা মাকড় এর কামড় খেয়ে কাজ করি কিন্তু আমাদের এতো কম মজুরি তা এ সময়ে মানা যায় না।