নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তানভীর আহমেদ তরফদার জুম্মন এর উদ্যোগে এবং উনার পরিবারের ও বন্ধু-বান্ধবের সহযোগিতায় করোনা আক্রান্ত বা জরুরী রোগীদের সেবায় ইকরামুল মুসলিমিনের ব্যবস্থাপনায় অক্সিজেন ব্যাংক স্থাপনের জন্য অক্সিজেন কন্সেন্ট্রেটর, পালস অক্সিমিটার, লাশ ও রোগী বহনের জন্য স্ট্রেচার এবং পিপিই প্রদান করা হয়।
শনিবার ( ৪ জুলাই ) দুপুর ৩ টায় মৌলভীবাজার সদর উপজেলা কার্যালয়ে ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারের সভাপতি মাওঃ এহসানুল হক জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলার চেয়ারম্যান জনাব কামাল হোসেন।