নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার ১০০ জন সিএনজি অটোরিকশা চালকদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি করে চাল, ১টি করে হাত ধোয়ার সাবান ও শিশু খাদ্যে ব্যবহারের জন্য পৌর মেয়র মো. জুয়েল আহমেদের পক্ষ থেকে ১টি করে মগ বিতরণ করা হয়েছে।
রোববার (৫ জুলাই) দুপুরে কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর কার্যালয়ে এসব খাদ্যসামগ্রী, সাবান ও মগ বিতরণ করেন পৌর ময়র মো. জুয়েল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মো. রমুজ মিয়া, রাসেল মতলিব তরফদার, গোলাম মুগ্নী, রফিকুল ইসলাম, সৈয়দ জামাল হোসেন, সাংবাদিক সাদিকুর রহমান, নূরুল ইসলাস,কমলগঞ্জ পৌরসভার অফিস সহকারি ও হিসাবরক্ষক (অতিরিক্ত) মো. কয়ছর মিয়া, ভানুগাছ চৌমুহনী সিএনজি অটোরিক্সা চালক গ্রুপ কমিটির সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া প্রমূখ।