অনলাইন ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই ও আবুধাবির ফ্লাইট স্থগিত করা হয়েছে। গত রবিবার (৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই তথ্য জানিয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, আগামী ১৬ জুলাই দুবাই ও আবুধাবিতে ফ্লাইট চলাচলের কথা ছিল। সেই হিসাবে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু অনিবার্য কারণে ফ্লাইট স্থগিত করা হয়েছে।
তবে ৬ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত বুকিংকৃত দুবাইগামী যাত্রীদের বিমান কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থায় পরিবহনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট যাত্রীদের এসএমএম ও টেলিফোনে জানিয়ে দেওয়া হবে।